জামাইষষ্ঠীতে উপহার দেওয়া-নেওয়ার দায় কিন্তু কেবল একা শ্বশুর-শাশুড়ির নয়। নিজের মান রক্ষা করতে গেলে জামাইকে হাতে করে উপহার নিয়ে যেতে হবে। কিন্তু কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল টিপস
জামাই ষষ্ঠীর মূল আকর্ষণ হল মিষ্টি ও মৌসুমি ফল। একটি সুন্দর প্যাকেজে রসগোল্লা, সন্দেশ, ল্যাংড়া আম বা লিচু দিয়ে একটি ঝুড়ি উপহার হিসেবে নিতে পারেন।
শ্বশুর-শাশুড়ির জন্য শাড়ি ও পাঞ্জাবি এবং দেওর-ননদের জন্য ছোট উপহার (যেমন ওড়না বা টি-শার্ট) নিতে পারেন। এতে সবাই খুশি হবেন। বাজেটেও থাকবে।
চুল বা ত্বকের যত্নের প্রোডাক্ট যেমন সুগন্ধি, হেয়ার অয়েল, স্কিন কেয়ার সেট ইত্যাদি আধুনিক ও ব্যবহারিক উপহার হতে পারে।
শ্বশুরবাড়ির ড্রয়িং রুম সাজানোর জন্য একটি হাতের কাজের শো-পিস বা ঘরোয়া সাজসজ্জার জিনিস নিতে পারেন, যা দীর্ঘদিন ধরে স্মৃতি হিসেবে থাকবে।
নিজের হাতে বানানো কেক, পুডিং বা আচার নিয়ে গেলে তা বাড়তি আন্তরিকতার বার্তা দেয়।
ব্লেন্ডার, কুকার, বা আধুনিক রান্নার উপকরণ শ্বশুরবাড়ির জন্য উপকারী উপহার হতে পারে, বিশেষ করে যদি তারা রান্না ভালোবাসেন।
আপনার শ্বশুর-শাশুড়ির পছন্দের বিষয় জেনে কিছু চমকপ্রদ উপহার। যেমন বই, গানের কালেকশন, পুরনো দিনের কিছু স্মৃতিচিহ্ন দিতে পারেন।