19 July 2024

বর্ষায় মশার কামড় থেকে বাঁচার ৫ উপায়

credit: istock

TV9 Bangla

বর্ষাকাল এলে​ই মশাদের উৎপাত বাড়ে। বর্ষার জমা জলই মশার আঁতুড় ঘর। এই মরশুম থেকে শুরু হয় ডেঙ্গির বাড়বাড়ন্ত।

ডেঙ্গির সম্ভাবনা এড়াতে কোনও জায়গায় বা পরিত্যক্ত পাত্রে জল জমতে দেবেন না। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়া না হলেও র‍্যাশ, চুলকানি হবেই। এই মরশুমে নিজেকে ও পরিবারকে মশার কামড় থেকে বাঁচাবেন কীভাবে?

বাচ্চাদের সবসময় ফুল হাতা পোশাক পরিয়ে রাস্তায় বের করুন। পাশাপাশি হালকা রঙের পোশাক ব্যবহার করুন। এতে মশার কামড় থেকে বাঁচবেন।

বাড়ির জানলা-দরজা সবসময় বন্ধ রাখা যায় না। ঘরে যাতে মশা না ঢুকতে পারে তার জন্য জানলা-দরজায় কাপড়ের নেট বসিয়ে নিন।

রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমান। মশা তাড়ানোর ধূপ ব্যবহার করার বদলে মশারি টাঙিয়ে ঘুমান অনেক বেশি সুরক্ষিত।

বাজারে মসকিউটো রিপেলেন্টের পাওয়া যায়। সেসব ক্রিম বা স্প্রে ব্যবহার করতে পারেন। হাত-পায়ে অ্যালোভেরার তেলও মাখতে পারেন।

মশা তাড়াতে ঘরে গাছ বসান। পুদিনা, রোজমেরি, লেমনগ্রাস, ল্যাভেন্ডার, গাঁদা ফুলের গাছ বসান। এতে মশার উপদ্রব কমবে।