রোজের জীবনকে সহজ করে তুলুন কর্পূর দিয়ে

05 December 2023

ঠাকুরঘরে থাকা কর্পূর আপনার রোজকারের জীবনকে সহজ করে তুলতে পারে। হাজারো কাজে ব্যবহার করা যায় কর্পূর।

কর্পূরের গন্ধে যেমন মন মেজাজ ভাল হয়ে যায়, তেমনই নানা অসুখ সারিয়ে তোলে কর্পূরের তেল বা গুঁড়ো। রয়েছে আরও গুণ।

এমনকি কর্পূর দিয়ে রূপচর্চাও সেরে ফেলা যায়। জলের সঙ্গে কর্পূর মিশিয়ে ত্বকের উপর লাগালে র‍্যাশ ও প্রদাহ কমে যাবে।

ত্বকের যত্নে কর্পূরের জুড়ি মেলা ভার। চুলকানির সমস্যায় ভুগলে জলের সঙ্গে কর্পূর মিশিয়ে লাগান। এতে ত্বকের সমস্যা কমবে।

গরম সর্ষের তেলের সঙ্গে সামান্য কর্পূর গুঁড়ো মিশিয়ে নিন। এটি বুকে ও পিঠে মালিশ করুন। এতে বুকে জমা কফ দূর হয়ে যাবে।

শীত পড়তে খুশকির সমস্যায় ভোগেন? নারকেল তেলের সঙ্গে কর্পূর গুঁড়ো মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে মিশিয়ে নিন। এতে চুল পড়াও কমবে।

পেশিতে টান লাগলে বা জয়েন্টে ব্যথা হলে কর্পূরের তেল মালিশ করুন। এতে পেশি ও গাঁটের ব্যথা থেকে মুক্তি পাবেন।

ডায়াবেটিসের সমস্যায় ভুগলে ফাস্ট ফুড, ভাজাভুজি, মশলাদার খাবার এড়িয়ে চলতে হয়। অন্যথায় বাড়তে থাকবে সুগার লেভেল।