30 January 2024

কোমল ত্বকের রহস্য লুকিয়ে কমলালেবুর খোসায়

credit: istock

TV9 Bangla

যত দিন এগোচ্ছে শীত কমছে। তার সঙ্গে কমলালেবু খাওয়ার সময়কালও কমছে। তাই এখন থেকে কমলালেবুর খোসা জমিয়ে রাখুন।

কমলালেবুর খোসা আপনার প্রসাধনীর খরচ বাঁচিয়ে দিতে পারে। ফলের মতো খোসাতেও ভিটামিন সি রয়েছে, যা ত্বকের জন্য উপযোগী।

ফেসপ্যাক থেকে ফেস স্ক্রাব, সবই তৈরি করা যায় কমলালেবুর খোসা দিয়ে। শুধু কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন।

কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে টক দই ও মধু মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

কমলালেবুর খোসার ফেসপ্যাক ত্বক থেকে ব্রণ ও দাগছোপ দূর করতে সাহায্য করে। পাশাপাশি প্রাকৃতিক জেল্লা এনে দেয়।

কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে চিনি ও অলিভ অয়েল মিশিয়ে বডি স্ক্রাব বানিয়ে নিন। স্নানের সময় এটি ব্যবহার করুন।

কমলালেবুর খোসার বডি স্ক্রাব ত্বক থেকে মৃত কোষ তুলে দেয়। ট্যান দূর করে। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও কোমল হয়ে ওঠে।

ডিসটিলড জলে শুকনো কমলালেবুর খোসা ভিজিয়ে রেখে টোনার বানিয়ে নিন। যে কোনও সময় মুখে স্প্রে করুন কমলালেবুর খোসা টোনার।