বিদেশে সমুদ্র সৈকতে বিকিনি পরা মহিলাদের ভিড় প্রায়শই দেখা যায়। ভারতের বিভিন্ন জায়গাতেও বিকিনি পরা মহিলাদের দেখা যায়।
গোয়ার সমুদ্র সৈকতেও বিকিনি পরিহিত মহিলাদের দৃশ্য পরিচিত। তবে বিশ্বের একাধিক দেশে বিকিনি পরায় নিষেধাজ্ঞা রয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহি এমন এক জায়গা যেখানে বিকিনি পরায় নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৩ সালে রাস আল খাইমায় সাঁতারের পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি হয়।
দুবাই থেকে ৯৫ কিলোমিটার দূরে সমুদ্র সৈকতে অবশ্য মহিলাদের বিকিনি পরায় কোনও বাধা নেই। ইরানেও বিকিনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
অনেকেই শুনলে অবাক হতে পারেন যে, মলদ্বীপের স্থানীয় দ্বীপগুলিতে বিকিনি পরার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
মলদ্বীপের বেশ কিছু রিসর্টের প্রাইভেট বিচে অবশ্য মহিলা পর্যটকদের বিকিনি পরার উপর কোনও রকম নিষেধাজ্ঞা নেই।
একাধিক দেশ এমনও রয়েছে যেখানে বিকিনি পরতে হলে মানতে হয় কড়া নিয়ম। স্পেনের বার্সেলোনা এবং ম্যালোর্কাতে শুধুমাত্র সমুদ্রসৈকত এবং সেই সংলগ্ন রাস্তাতেই কেবল বিকিনি পরার অনুমতি রয়েছে।
সেই সকল জায়গা ছাড়া অন্যত্র কোথাও বিকিনি পরলে সেই ব্যক্তির হতে পারে বিরাট শাস্তি। ক্রোয়েশিয়ার হাভারেও বিকিনি পরা নিয়ে একইরকম নিয়ম জারি আছে।