28th June, 2025

বিপদ তো যাবেই না, উল্টে হতে পারে পাপ! বিপত্তারিণীর মন্ত্রপাঠের সময় করবেন না এই ভুল

TV9 Bangla 

Credit - Pinterest

গ্রাম বাংলার অনেক বাড়িতে বিপত্তারিণী পুজো হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, ভক্তিভরে দেবী বিপত্তারিণীর পুজো করলে ওই ব্যক্তির ভালো হয়।

আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা বিপত্তরিণীর ব্রত রাখেন হিন্দু বাড়ির মহিলারা। বিপত্তারিণী হলেন দুর্গা দেবীর এক রূপ।

দেবী বিপত্তারিণী সকল ব্যক্তিকে যে কোনও বিপদ থেকে রক্ষা করেন। এই পুজোর দিন বাড়িতে যদি নিজেই পুজো করার কথা ভাবছেন, তা হলে জানতে হবে পুজোর উপকরণ-মন্ত্র।

বিপত্তারিণী পুজোর দিন ব্রতকথা পাঠ করতে হয়। এবং দেবীকে সন্তুষ্ট করার জন্য মন্ত্রও পাঠ করতে হয়। চলুন জেনে নেওয়া যাক কোন মন্ত্রোচ্চারণ করলে দেবী বিপত্তারিণী সন্তুষ্ট হবেন।

মন্ত্র - মাসি পূন্যতমেবিপ্র মাধবে মাধবপ্রিয়ে। ন বম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে। সর্পঝক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে। আবির্ভূতা স্বয়ং দেবীযগেষু শোভনেষুচ। নমঃ সর্ব মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।

পূজার উপকরণ:- এই পুজোতে ঘট, আম পল্লব, ডাব, নৈবেদ্য, ১৩টি গিঁট দেওয়া লাল সুতো, ১৩টি ফল, ১৩টি পান, ১৩টি সুপারি ও ১৩টি দূর্বা লাগে।

আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে, তাতে হিন্দু মহিলারা বিপত্তারিণীর ব্রত পালন করেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।