বিপদ তো যাবেই না, উল্টে হতে পারে পাপ! বিপত্তারিণীর মন্ত্রপাঠের সময় করবেন না এই ভুল
TV9 Bangla
Credit - Pinterest
গ্রাম বাংলার অনেক বাড়িতে বিপত্তারিণী পুজো হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, ভক্তিভরে দেবী বিপত্তারিণীর পুজো করলে ওই ব্যক্তির ভালো হয়।
আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা বিপত্তরিণীর ব্রত রাখেন হিন্দু বাড়ির মহিলারা। বিপত্তারিণী হলেন দুর্গা দেবীর এক রূপ।
দেবী বিপত্তারিণী সকল ব্যক্তিকে যে কোনও বিপদ থেকে রক্ষা করেন। এই পুজোর দিন বাড়িতে যদি নিজেই পুজো করার কথা ভাবছেন, তা হলে জানতে হবে পুজোর উপকরণ-মন্ত্র।
বিপত্তারিণী পুজোর দিন ব্রতকথা পাঠ করতে হয়। এবং দেবীকে সন্তুষ্ট করার জন্য মন্ত্রও পাঠ করতে হয়। চলুন জেনে নেওয়া যাক কোন মন্ত্রোচ্চারণ করলে দেবী বিপত্তারিণী সন্তুষ্ট হবেন।