2 August 2024
পোষা পাখি কি হঠাৎ শান্ত হয়ে গিয়েছে! অবসাদে ভুগছে না তো?
credit: google
TV9 Bangla
মানুষের মতো নানা শারীরিক এবং মানসিক অবসাদে ভুগতে পারে পাখিরাও। বিশেষ করে তা যদি হয় পোষা পাখি!
আপনার পোষা পাখির মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে। কী কী সমস্যা হয় খাঁচায় বন্দি পাখিদের?
অস্টিও আর্থারাইটিসের রোগীর সংখ্যা নেহাত কম নয়। সেই একি সমস্যা হতে পারে পাখিদেরও। পা ও পিঠের হাড়ে ব্যথা হয় পাখিদের। এটাকে পাখিদের বাত বলে।
দীর্ঘ দিন খাঁচায় বন্দি থাকতে থাকতে উড়তে ভুলে যায় অনেক পাখি। দীর্ঘদিন ধরে বন্দি থাকার কারণে পেশির ব্যথাতেও ভোগে পাখিরা।
হঠাৎ যদি কোনও আঘাত আপনার পাখি তা হলে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। খাঁচা বেরোনোর চেষ্টা করতে গিয়েও আঘাত পেতে পারে পাখি।
বন্দি দশায় খাঁচায় থাকতে হয় পাখিকে। অথচ চারপাশে বাকি পাখিরা উড়ে বেড়াচ্ছে। এটা পাখির মনকষ্টের কারণ হতে পারে। অবসাদে ভুগতে পারে আপনার পাখিও।
অনেক সময় দেখবেন পাখির পালক উঠে যাচ্ছে। বা দুর্বল হয়ে যাচ্ছে, কিছু খেতে চাইছে না। এই রকম হলে সর্তক হতে হবে, হতে পারে পাখিটি কোনও রোগে আক্রান্ত।
খাওয়ার পরিমাণ কমে যাওয়া, শান্ত হয়ে যাওয়া, ঝিমোনো, শরীরের কোনও জায়গা ঠোঁট দিয়ে বার বার ঘষা, এই সব কিন্তু নানা রোগের লক্ষণ হতে পারে। তাই সতর্ক থাকুন।
আরও পড়ুন