মেয়েরা চুল বাঁধলে ছেলেদের যৌন উত্তেজনা হয়, আজব তত্ত্ব স্কুলের
Credit - Pixabay, Canva
TV9 Bangla
মেয়েদের লম্বা চুল খোলা রাখলে যেমন সুন্দর লাগে, তেমনই তা ভালো করে বাঁধলেও সুন্দর লাগে। বিভিন্ন স্টাইলে চুল বাঁধা যায়।
বাচ্চা মেয়েদের মাথায় ঝুঁটি থেকে বড়দের সুন্দর হেয়ারস্টাইল, সবই বেশ নজর কাড়ে। কিন্তু বিশ্বে এমন এক দেশ রয়েছে, যেখানে ঝুঁটি বাঁধায় রয়েছে নিষেধাজ্ঞা।
জাপান এমন এক দেশ, যেখানে মেয়েদের ঝুঁটি বাঁধায় নিষেধাজ্ঞা রয়েছে। এখানকার মেয়েরা পনিটেল বা বিনুনি করে বাইরে যেতে পারেন না।
জাপানের বেশিরভাগ স্কুলে মেয়েদের পনিটেল করে আসায় নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। একাধিক স্কুলে নানা নিয়মকানুন থাকে। কিন্তু চুল বাঁধায় ব্যান সেই অর্থে শোনা যায় না।
এই নিষেধাজ্ঞার কারণ কী? ঝুঁটি (পনিটেল) নাকি স্কুলের ছাত্রদের 'যৌন উত্তেজনা' বাড়ায়। এই দাবিতেই নাকি জাপানের একাধিক স্কুলে মেয়েদের পনিটেল ব্যান করা হয়েছে।
এক স্কুল কর্তৃপক্ষের দাবি, পনিটেল করলে মেয়েদের ঘাড় অনাবৃত থাকে। আর সেদিকে ছেলেদের নজর গেলে 'যৌন উত্তেজনা' বাড়তে পারে।
২০২০ সালের এক সমীক্ষায় দাবি করা হয়েছে, ফুকুয়োকায় প্রতি ১০টি স্কুলের মধ্যে একটি স্কুলে ঝুঁটি নিষিদ্ধ করা হয়েছিল।
শুধু জাপানের স্কুলে মেয়েদের পনিটেলে নিষেধাজ্ঞাতেই বিষয়টা শেষ হচ্ছে না। সেখানকার স্কুলগুলোতে মেয়েদের বিনুনি করা চলে না। কোনও রংও করার উপায় নেই।