অতিরিক্ত রোদে অনেক সময়ই আমাদের মুখে, হাতে, পায়ে ট্যান পড়ে। আবার ব্রণ বা ব়্যাশ বেরোনোর পর সেটা ঠিক হয়ে গেলে কালো দাগ থেকে যায়। আঘাতের কারণেও কালো ছোপ হতে পারে। যা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি।
মুখ হোক বা হাত কিংবা পা, কালো ছোপ দূর করতে আমরা অনেক নামি-দামি প্রসাধনী ব্যবহার করি। এর উল্টো ফলও হতে পারে। কিন্তু, ঘরোয়া উপায়েই আমরা মুখ বা দেহের কালো দাগ তুলতে পারি।
কালো ছোপ তুলতে খুব কার্যকরী অ্যালোভেরা জেল। অ্যালোভেরা পাতার রস করে সেটা যে কোনও ক্রিম বা জেলের সঙ্গে মেশান। প্রতিদিন দু-বার এই জেল কালো দাগের অংশে লাগান। বগল ও কনুইয়েও লাগাতে পারেন।
কালো ছোপ তুলে উজ্জ্বলতা বাড়াতে ভাল কাজ করে বেকিং সোডা। এক টেবিল চামচ বেকিং সোডা জল দিয়ে গুলে সেটা রোজ দু-বার কালো ছোপের অংশে লাগান। দ্রুত কাজ করবে। ওই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন।
টকদই এবং জৈতি শুষ্ক ত্বককে ময়শ্চারাইজ করতে খুব ভাল কাজ দেয়। সম পরিমাণে দই ও জৈতি গুঁড়ো ভাল করে মিশিয়ে সেটা কালো দাগের অংশে লাগান এবং ২০ মিনিট রেখে দিন। তারপর জল ধুয়ে মুখ ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
ট্যান তুলতে খুব ভাল কাজ করে লেবুর রস। তুলোর বল বা একটি পরিষ্কার কাপড় লেবুর রসে চুবিয়ে সেটা মুখে, হাতে, পায়ে এবং কালো ছাপের অংশে লাগান। প্রতিদিন এটা করলে নিজেই পরিবর্তন দেখতে পাবেন।
হলুদের অনেক গুণ রয়েছে। হলুদ গুঁড়ো জলে গুলে সেটা কনুই বা কালো ছোপের অংশে লাগান। অন্তত ১০ মিনিট মিশ্রণটি লাগিয়ে রাখার পর ভাল করে ধুয়ে নিন। রোজ এটা করলে কালো ছোপ সরে গিয়ে ত্বক উজ্জ্বল হবে।
বডি ওয়াশও কালো ছোপ তুলতে সাহায্য করে। প্রতিদিন স্ক্রাবার দিয়ে ভাল করে বডি ওয়াশ কনুই, বগলে ঘষলেও কালো ছোপ দূর হয়।