29 OCT 2024

রাস্তাঘাটেও ব্লুটুথ অন থাকে? ব্লুবাগিং-এই কিন্তু খোয়াবেন টাকাপয়সা!  

credit: getty images

TV9 Bangla

এখন 'ডিজিটাল ইন্ডিয়া'র যুগ। সব কিছুই যেন ওয়ারলেস হয়ে যাচ্ছে দিন দিন। এমনকি হেডফোনও এখন ব্লুটুথ বেশি পছন্দ করি আমরা। রাস্তা-ঘাটে ব্লুটুথ তার দেওয়া হেডফোনের তুলনায় অনেক সুবিধা ব্লুটুথ হেডফোন।

স্পিকারে কিছু শুনলে তা আপনার ডিভাইসের সঙ্গে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে নেওয়াটাই সুবিধা। বার বার বন্ধ করা অন করার ঝামেলা এড়াতে তাই সবসময় অন করে রাখেন আপনার ফোনের ব্লুটুথ! কিন্তু এই অভ্যাসে কত বড় বিপদ ডেকে আনছেন জানেন?

ব্লুটুথ সব সময় অন রাখলে, ব্লুবাগিং করা অনেক সহজ হয়ে যায়। ফলে সাইবার অপরাধীরা নিমেষে আপনার ডিভাইস হ্যাক করতে পারে। ব্লুটুথ অন থাকলে তার মাধ্যমেই ফোনে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ঢুকিয়ে, ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া যায়।

আগের থেকে ব্লুটুথের পরিসর অনেক বেড়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জালিয়াতির নতুন পথ খুঁজে বার করেছে অপরাধীরা। ব্লুটুথের মাধ্যমে আপনার ফোন হ্যাক করে ছবি, পাসওয়ার্ড বা সমস্ত ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তারা। কী করবেন?

স্টেশন, বাসস্ট্যান্ডের মতো জনবহুল জায়গায় এই ধরনের জালিয়াতি বেশি হয়। তাই এই সব জায়গায় ব্লুটুথ বন্ধ করে রাখুন। ব্লুটিথের মাধ্যমে কোনও লিঙ্ক বা ম্যাসেজ এলে তা ভুলেও খুলে দেখবেন না। নাহলে ভাইরাস ঢুকে যেতে পারে।

অচেনা ডিভাইস থেকে ব্লুটুথ সংযোগ করতে বললে তা করবেন না। ব্লুটুথ পেয়ারিং করার সময় সতর্ক থাকতে হবে। ব্যাঙ্কের তথ্য, গোপন বা ব্যক্তিগত তথ্য ব্লুটুথের মাধ্যমে কখনও পাঠাবেন না।

ব্লুটুথে কোনও অ্যাপ বা সফটওয়্যার এলে তা ভুলেও ডাউনলোড করবেন না। চেনা কোনও ডিভাইস থেকে এলেও তা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিন। ব্লুটুথের পাসওয়ার্ড শক্তিশালী রাখতে হবে। যাতে সহজে হ্যাক করা যায় না।   

এখন চারপাশে কেবল জালিয়াতির ছড়াছড়ি। তাই সতর্কতার থেকে বড় কবজ কিন্তু আর কিছুই নেই। ব্লুটুথের বহুল ব্যবহারকে কেন্দ্র করে বাড়ছে ব্লুবাগিং-এর ঘটনাও। তাইব সাধধান থাকুন।