HMP ভাইরাস নিয়ে আগেই সতর্ক করেছিলেন বাবা ভাঙ্গা! সামনে আরও বড় বিপদ?
credit: Getty Images
TV9 Bangla
নতুন বছরের গোড়া থেকে ছড়িয়ে পড়েছে HMP ভাইরাসের প্রকোপ। চিনের হাসপাতালে হাসপাতালে রোগীদের লম্বা লাইনের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
চিনের প্রাচীর টপকে সেই ভাইরাস ঢুকে পড়েছে ভারতেও। আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। তবে কি আবার ফিরবে কোভিডের স্মৃতি? তারই মাঝে প্রকাশ্যে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী।
নতুন বছরে আমাদের কাছে অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা নিয়ে আসে। কিন্তু ভারতীয়দের নতুন বছর কেমন কাটবে, তা নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা।
বুলগেরিয়ায় জন্মগ্রহণকারী বাবা ভাঙ্গা এর আগে যা যা ভবিষ্যদ্বাণী করেছে তার প্রায় বেশিরভাগ মিলে গিয়েছে। ঝড়ের কবলে পড়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি।
আমেরিকায় হামলা, করোনা ভবিষ্যদ্বাণী, হিটলারের মৃত্যুর মতো বাবা ভেঙ্গার করা সব ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে তাঁর মৃত্যুর পরেও।
বাবা ভাঙ্গার মতে ২০২৫ সাল যতটা ভাল যাবে বলে মনে করা হচ্ছে। বাস্তবে ততটাও ভাল যাবে না। তাঁর মতে পৃথিবীর শেষের শুরু হতে চলেছে এই সাল থেকেই।
বাবা ভেঙ্গা বলেছিলেন ২০২৫ সালে বিশ্ব আবার একটি বড় মহামারীর মুখোমুখি হতে পারে। বাবা ভাঙ্গা জানিয়েছিলেন এশিয়ার কোনও দেশ থেকে ছড়িয়ে পড়বে এই রোগ।
বাস্তব পরিস্থিতির বিচার করলে সেটা মিলে যাচ্ছে বলেই মনে করছেন কেউ কেউ। (বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।)