12h July, 2025

সপ্তাহের কোন দিন দুধ উথলে যাওয়া অশুভ জানেন?

TV9 Bangla 

Credit - Pinterest, Getty Images 

সব মানুষের জীবনে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে, যা নিয়ে বাস্তুশাস্ত্রে বলা রয়েছে যে তা শুভ নাকি অশুভ। বাস্তুশাস্ত্রে এমন এক দিনের কথা উল্লেখ রয়েছে যেদিন বাড়িতে দুধ উথলে যাওয়া অশুভ।

হিন্দুধর্মে বলা হয় যে, কোনও শুভ অনুষ্ঠান বা শুভ কাজে দুধ অত্যন্ত প্রয়োজনীয় এক উপাদান। শুধু হিন্দুধর্মেই নয়, অন্যান্য ধর্মেও দুধকে খুব পবিত্র বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র বলছে, দুধ গরম করার সময় উথলে যাওয়া এবং তা পুড়ে যাওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে একদিকে যেমন দুধ উথলে ওঠাকে শুভ বলে মনে করা, তার উল্টোও রয়েছে।

কোনও ব্যক্তির বাড়িতে বুধবার দুধ গরম করার সময় তা উথলে পড়ে গেলে, সেটিকে অশুভ ইঙ্গিত বলা হয়। মা লক্ষ্মী অসন্তুষ্ট হলে এমনটা হয় বলে অনেকের বিশ্বাস। পরিবারে আর্থিক ক্ষতির সম্ভবনা বাড়ে।

বাস্তুশাস্ত্র বলছে, বুধবার দুধ ফুটে গিয়ে তা পুড়ে গেলেও সেটি ভালো নয়। মাঝে মাঝে এটা হলে সমস্যা নেই। কিন্তু বার বার হলে সাবধান হতে হবে। এর ইঙ্গিত ওই বাড়ির ব্যক্তিদের জীবনে খারাপ দিন শুরু হবে।

বুধবার তাই কোনওরকম ক্ষীর, পায়েস বা দুধের তৈরি জিনিস খুব বেশি রান্না না করাটাই ভালো। তা হলে দুধ পুড়ে যাওয়ার আশঙ্কা কমানো যায়।

বাস্তুশাস্ত্রে এও বলা হয়েছে যে, বুধবার ধার করা ঠিক নয়। তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অতি প্রয়োজন না হলে বুধবার এমন কাজ করবেন না।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।