5 August 2024

ক্যাস্টর অয়েল দিলে কি সত্যিই বাড়ে চুল? 

credit: google

TV9 Bangla

চুলের সমস্যা, চুল পড়া নিয়ে চিন্তিত কম বেশি সকলেই। চিরুনি দিলেই উঠে আসছে গুচ্ছ গুচ্ছ চুল। সারা ঘর ভর্তি চুলে।

ঘরোয়া টোটকা থেকে থেকে বাজার চলতি প্রসাধনী, ব্যবহার করে দেখেছেন প্রায় সবই। তবু হচ্ছে না কোনও লাভ।

এখন অবশ্য ঘন, লম্বা, মসৃণ চুল পেতে অনেকেই চুলের গোড়ায় ক্যাস্টর অয়েল মাখার কথা বলেন। 

এই তেল মাখলে নাকি শক্ত হয় চুলের গোড়া। তবে আদোপেই কি তাই? ক্যাস্টর অয়েল মাখলেই কি হবে সমস্যার সমাধান? সত্যিটা আসলে কি?

আসলে ক্যাস্টর অয়েলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাংগাল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান, যা চুলকে ফাংগাল এবং মাইক্রোবিয়াল ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে।

এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল পড়া কমিয়ে, চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।

এতে আছে রিসিনোলিক অ্যাসিড যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলকে পুষ্টি জুগিয়ে চুলের স্বাস্থ্য ভাল রাখে। নিয়মিত চুলে ম্যাসাজ করলে চুলের ফাটা রোধ হয়।

ক্যাস্টর অয়েল ব্যবহারের নানা প্রভাব পড়ে শরীরে। যেমন পেট খারাপ, বমি বমি ভাব, বুকে ব্যথা ইত্যাদি। তাই ক্যাস্টর অয়েল নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভাল।