24 May 2024

ত্বকের একশো সমস্যার সমাধান এক চামচ ঘি

credit: istock

TV9 Bangla

ঘি হল এমন একটি উপাদান, যা সহজেই রান্নাঘরের তাকে পাওয়া যায়। রোজ খাবারে ঘি না মেশালেও ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।

ঘিয়ের মধ্যে ভিটামিন এ, ডি এবং ই থাকে, যা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো ত্বকের স্বাস্থ্য উন্নত করে।

ত্বকের বয়স ধরে রাখা থেকে শুরু করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ঘি। বিশেষত, শুষ্ক ত্বকের যত্ন নেয় এই উপাদান। কমায় খসখসে ভাব।

ঘিয়ের মধ্যে অ্যান্টি-এজিং উপাদান রয়েছে। এই উপাদান ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। রোজ ঘি মাখলে বলিরেখা দেরিতে পড়ে।

স্নানের সময় বডি অয়েল না পেলে ঘি মেখে নিতে পারেন। ঘিয়ের সঙ্গে যে কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে গায়ে মাখলে ত্বক ভাল থাকবে।

চোখের নীচের কালচে দাগ কমাতে সহায়ক ঘি। আই ক্রিম না থাকলে কয়েক ফোঁটা ঘি নিয়ে চোখের চারপাশে আঙুল দিয়ে মালিশ করুন।

ফাটা ঠোঁট হোক বা কালচে ঠোঁট— সমাধান একটাই। ঘি ঠোঁটের উপর মালিশ করলে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে এবং নরম হয়ে ওঠে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের পাতা ঘি দিয়ে মালিশ করুন। এতে ফাটা গোড়ালির সমস্যা দূর পালাবে। পাশাপাশি ঘুম ভাল হবে।