15 March 2024
গোলাপ জল কি রোজ ব্যবহার করা যায়?
credit: istock
TV9 Bangla
গরম পড়তে না পড়তেই মুখে বেড়েছে তেলতেলে ভাব। রোদে দাঁড়ালে ত্বক জ্বলে যাচ্ছে। এই অবস্থায় মুখে স্প্রে করুন গোলাপ জল।
ত্বকের যাবতীয় অস্বস্তি থেকে আপনাকে মুক্তি দিতে পারে গোলাপ জল। ত্বকে ফ্রেশনেস এনে দেয় গোলাপ জল। কমায় জ্বালাভাব।
গোলাপ জলের মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট উপাদান রয়েছে, যা ত্বকের অম্লীয় ক্ষারের (পিএইচ লেভেল) ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
অনেকেই মুখে গোলাপ জল মাখেন। কেউ-কেউ মেকআপ তুলতে মাঝেমধ্যে গোলাপ জল ব্যবহার করেন। আবার অনেকে রোজ গোলাপ জল স্প্রে করেন।
অনেকেই বুঝতে পারেন গোলাপ জল রোজ ব্যবহার করা যায় কিনা। গোলাপ জল ব্যবহারের ফলে ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।
গোলাপ জল অত্যন্ত হালকা এবং এর সুগন্ধ রয়েছে। সবচেয়ে সুরক্ষিত প্রসাধনীর তালিকায় রয়েছে প্রথমেই গোলাপ জল।
প্রতিদিন মুখে গোলাপ জল স্প্রে করতে পারেন। এটি আপনাকে ত্বকের প্রদাহ, জ্বালাভাব, লালচে ভাব ইত্যাদি থেকে সহজেই মুক্তি দেবে।
টোনার হিসেবে মুখে গোলাপ জল ব্যবহার করতে পারেন। এমনকি গোলাপ জল মেখে রাতে ঘুমোতে পারেন। ত্বকের কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন