16 February 2024
সঠিক নিয়ম মেনেই ত্বক ও চুলে মাখুন অ্যালোভেরা
credit: istock
TV9 Bangla
সৌন্দর্য বৃদ্ধিতে অ্যালোভেরার জুরি মেলা ভার। জেল থেকে শুরু করে গাছ থেকে কেটে নেওয়া টাটকা অ্যালোভেরা ব্যবহার করেন অনেকেই।
কিন্তু সঠিক উপায়ে ব্যবহার না করলে উপকার পাওয়া যায় না। মুখের জেল্লা বৃদ্ধিতে, মসৃণ ও নরম রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
শুষ্ক ত্বকের জন্য আদর্শ কসমেটিক্স অ্যালোভেরা ত্বকে আর্দ্র ও সতেজ রাখে। চোখের নীচে ফোলা ভাব থাকলে, তা দূর করবে।
অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাক নিয়মিত পনেরো মিনিট ধরে মুখে ও গলায় লাগিয়ে রাখুন।
এরপর ঠান্ডা জলে জলে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের উপর রোদের পোড়া দাগ দূর হয়ে যায়।
ত্বকের উপর মৃতকোষ দূর করতে অ্যালোভেরা মাস্ক ব্যবহার করতে পারেন। এক চা চামচ অ্যালোভেরার জেলের সঙ্গে ওটমিল গুঁড়ো।
সেই সঙ্গে তাতে মেশান হাফ চা চামচ অলিভ ওয়েল মিশিয়ে একটি পুষ্টিকর ফেসপ্যাক তৈরি করুন।
৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে একদিনে কিছু হবে না।সপ্তাহে ১-২ দিন করলে উপকার পাবেন।
আরও পড়ুন