12 March 2024
কলার খোসা আদৌ ত্বকের জন্য উপকারী?
credit: istock
TV9 Bangla
যখনই কলা খান, তখন খোসাটা সোজা ফেলে দেন ডাস্টবিনে। কিন্তু এবার আর তা করবেন না।
কলার খোসা যে আপনার ত্বকের জন্য কতটা উপকারী, তা আপনি ভাবতেও পারবেন না।
দেখে নিন কীভাবে বানাবেন কলার ফেসপ্যাক? একটা পাকা কলা নিয়ে ভাল করে মেখে নিন।
এতে ১ টেবিল চামচ ওটসের গুঁড়ো, ১ চা চামচ মধু, ১ চা চমাচ নারকেল তেল এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।
মুখ পরিষ্কার করে এই ফেসপ্যাক ত্বকের উপর লাগান। ২০-৩০ মিনিট রাখুন। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
তারপরে কিছুক্ষণের জন্য একটি কলার খোসা নিয়ে মুখে ঘষে নিন। এতেও অনেক ফল পাবেন।
কলা ব্রণর সমস্যা দূর করে দেয়। পাশাপাশি ত্বকের উপর কালো দাগছোপ থাকলে সেটাও দূর করে দেয়।
এতে ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়ে। আর আর্দ্রতা বজায় থাকলে ত্বকের বেশিরভাগ সমস্যা নিজে থেকেই কমে যায়।
আরও পড়ুন