18 March 2024
নারকেল তেল কি রোজ ব্যবহার করা যায়?
credit: istock
TV9 Bangla
চুলের যত্নে দুর্দান্ত কাজ করে নারকেল তেল। চুলকে পুষ্টি জোগান থেকে শুরু করে শুষ্ক চুলের সমস্যা দূর করে নারকেল তেল।
নারকেল তেল চুলকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। ডিপ কন্ডিশনিং হিসেবে আপনি নারকেল তেলকে ব্যবহার করতে পারেন।
রোজ নারকেল তেল মাথায় মাখার সময় কারওর হাতেই থাকে না। সেক্ষেত্রে আপনি সপ্তাহে একদিন বা দু'দিন নারকেল তেল মাখতে পারেন।
নারকেল তেল এক চামচ ব্যবহার করলেই উপকার পাবেন। এছাড়া চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল ব্যবহার করতে পারেন।
নারকেল তেল ব্যবহারের আগে অল্প করে গরম করে নিন। কিন্তু ফোটাবেন না। গরম নারকেল তেল মালিশ করলে চুল ও স্ক্যাল্প ভাল থাকে।
নারকেল তেলে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে স্ক্যাল্পের সংক্রমণ থেকেও মুক্তি মেলে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল মাখুন। যদি হাতে সময় কম থাকে, তাহলে শ্যাম্পু করার ৩০ মিনিট আগে নারকেল তেল মাখতে পারেন।
নারকেল তেল ব্যবহারের পর দু'বার শ্যাম্পু করুন। একবারের বদলে দু'বার শ্যাম্পু করলে চুলের সমস্ত তেল-ময়লা পরিষ্কার হয়ে যায়।
আরও পড়ুন