17 February 2024
সান ট্যান দূর করতে টক দইয়ে মেশান...
credit: istock
TV9 Bangla
ত্বক ঝকঝকে রাখতে অনেকেই মুখে টক দই মাখে। কিন্তু এই টক দইতেই যদি আপনি একটু মধু মিশিয়ে নেন, তাহলে উপকার আরও বেশি পাবেন।
টক দই আর মধুর সংমিশ্রণ ত্বকের জন্য কতটা উপকারী সেটা কি জানেন? যুগ যুগ ধরে ত্বক ও চুলের পরিচরচার জন্য টক দই ও মধু ব্যবহার হয়ে আসছে।
এই দুটি উপাদান প্রাকৃতিক বৈশিষ্ট্যতে ভরপুর। তাছাড়া এই ঘরোয়া প্রতিকারের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তাই চুল ও ত্বককে ভাল রাখতে, নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন টক দই ও মধু। উপকার মিলবে।
টক দইয়ের মধ্যে ভিটামিন বি রয়েছে, যা ত্বককে ময়শ্চারাইজ ও হাইড্রেট করতে সাহায্য করে।
টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড সান ট্যান, বলিরেখা, সূক্ষ্ম রেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে।
এর পাশাপাশি ডার্ক সার্কেল দূর করে এবং ত্বকের টোন বজায় রাখতে সাহায্য করে। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান হিসেবে কাজ করে।
ব্রণ সমস্যা দূর করতে মধু দারুণ কার্যকরী। অন্যদিকে মধু ত্বককে হাইড্রেট করে এবং নরম, উজ্জ্বল ও চকচকে করে তুলতে সাহায্য করে।
আরও পড়ুন