18 February 2024

আদৌ ত্বকের জেল্লা বাড়ায় ভিটামিন ‘ই’ ক্যাপসুল?

credit: istock

TV9 Bangla

আজকাল ঘন ও মসৃন চুল, গ্লোয়িং স্কিন, সুন্দর নখের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয়।                                                            

ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল ও ত্বকের জন্য খুবই উপকারী।                                                            

প্রাকৃতিকভাবে সুস্থ চুল ও ত্বকের পরিচর্চার জন্য আমন্ড,কুমড়ো, পিনাট বাটার, সূর্যমুখীর বীজ, পালং শাক খেতে পারেন।                                                            

তবে সঠিক মাত্রায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার না করলে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে।                                                            

কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে ভিটামিন ই ক্যাপসুল কি আদৌ উপকারী? উত্তর  হল হ্যাঁ। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ভিটামিন ই ক্যাপসুল।

ডার্ক সার্কেল , বলিরেখা নির্মূল করতে ও কালো ছোপ দূর করতে ভিটামিন ই ক্যাপসুলের ভূমিকা গুরুত্বপূর্ণ।                                                            

ঠোঁটের শুষ্কভাব দূর করতে লিপস্টিকের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। চুল ঘন করতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করুন।

এছাড়া শীতকালে ত্বক ও ঠোঁটের পরিচর্চার জন্য ভিটামিন ই ক্যাপসুল দারুণ কার্যকরী।