21st May, 2025

নিজেকে বাঁচাতে গোপন রাখুন এই কথা, নইলেই বরবাদ! সতর্ক করেছেন আচার্য চাণক্য

TV9 Bangla

Pic Credit- Pinterest

আচার্য চাণক্য প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ। তাঁর নীতি সমাজ, রাজনীতি ছাড়াও প্রতিটি মানুষের পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও ভীষণ গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, সৎ পথে যাঁরা কাজ করেন, তাঁরা সবচেয়ে খুশি থাকেন।

আচার্য চাণক্য বলেছেন, কোনও ব্যক্তি যখন কোনও নতুন কাজ শুরু করেন, তখন অসফল হওয়ার ভয় না পান। কখনও কোনও কাজ ছেড়ে দেওয়া ঠিক নয়। তাঁর কথায় সবচেয়ে বড় গুরু মন্ত্র হল, নিজের রহস্য অন্য কাউকে না বলা।

চাণক্য নীতি বলছে, নিজের রহস্য অন্য কাউকে বললে, তা আপনাকে বরবাদ করে দিতে পারে। নিজে কী করবেন বলে ভাবছেন, তা কখনও ব্যক্ত করা ঠিক নয়। বুদ্ধিমানের মতো রহস্য বজায় রাখতে হবে। কাজ পূরণের জন্য দৃঢ় থাকতে হবে।

পৃথিবী সত্যির শক্তি দিয়ে তৈরি। এই সত্যিই সূর্যকে উজ্জ্বলতা দেয়, আর হাওয়াকে বেগ দেয়। আসলে প্রতিটি জিনিস সত্যির উপর নির্ভর করে। 

যাঁরা সেবক, তাঁদের তখন পরখ করা দরকার, ঠিক যখন সে কাজ করবে না। আত্মীয়স্বজনদের পরখ করা যায় কোনও গর্তে পড়লে। বন্ধুদের সঙ্কটের সময়ে চেনা যায়। স্ত্রীকে ঘোর বিপত্তির সময়ে চেনা যায়।

প্রতিটি বন্ধুত্বের পিছনে কোনও না কোনও স্বার্থ থাকে। দুনিয়ার এমন কোনও বন্ধুত্ব নেই, যেখানে কোনও স্বার্থ নেই। জীবনের এটাই কঠিন সত্যি।

যে ব্যাক্তির স্বভাব ভালো, তার আর কোনও গুণের দরকার নেই। প্রসিদ্ধ ব্যক্তিদের আর কোনও শৃঙ্গারের প্রয়োজন হয় না।

ভগবান মূর্তিতে নেই, আছে আপনার অনুভূতিই আপনার ঈশ্বর। আপনার আত্মা আপনার মন্দির। খারাপ মানুষ বিষে ভরা। ফুলের সুগন্ধ হাওয়া যেদিকে বয়, সেই দিকে পাওয়া যায়। একজন ব্যাক্তির যা কিছু ভালো, সব জায়গায় ছড়িয়ে পড়ে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।