বদলা নেবেন নাকি শত্রুকে ছেড়ে দেবেন? চাণক্য বলেছেন…
TV9 Bangla
Pic Credit- Pinterest
আচার্য চাণক্যের নীতি রাজনীতি ও সমাজ ছাড়াও যে কোনও মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বড় ছাপ ফেলে।
আচার্য চাণক্য বলে গিয়েছেন, জীবনে যদি শত্রুর আগমন হয়, তা হলে তার সঙ্গে কী করা উচিত। বদলা না ক্ষমা, কোন পথ ধরার কথা বলেছেন চাণক্য?
আচার্য চাণক্যর মতে, শত্রু হোক বা রোগ, তা সমূলে নিধন করাই বুদ্ধিমানের কাজ। শুধু ভাবলেই কাজ শেষ হয়ে যায় না। এর জন্য পরিশ্রম করা খুবই জরুরি।
জীবনে কোন পথ অবলম্বন করলে সাফল্য ধরা দেয়, এ কথাও জানিয়েছেন চাণক্য। তাঁর কথায়, কড়া সত্যি কথা বলা মানুষ মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া মানুষের থেকে লাখো গুণ ভালো।
চাণক্যর কথায়, সফল হওয়ার জন্য ব্যবহারে বাচ্চা, কাজে তরুণ ও অনুভবে বৃদ্ধ হওয়া জরুরি। ধৈর্য ও স্বভাবে সরলতাই মানুষের সবচেয়ে বড় জয়।
এক বার কোনও সিদ্ধান্ত নিলে, তা নিয়ে আর চর্চা করার প্রয়োজন নেই। এমনটাই বলেছেন আচার্য চাণক্য। কারণ, বার বার চর্চা করলে আত্মবিশ্বাস খারাপ হয়ে যায়।
যাঁরা স্বপ্ন দেখেন এবং যে কোনও ভাবে নিজের স্বপ্নপূরণের চেষ্টা করেন, তাঁরাই প্রকৃত অর্থে সফল হয়। আবার অসফল না হলে পুরোপুরি সাফল্যের স্বাদ কেউ পায় না। এই কথাও বলেছেন চাণক্য।
চাণক্যর মতে, মানুষ তখন সফল হয়, যখন দুনিয়াকে নয়, নিজেকে বদলাতে শুরু করে। নিজের ভুলের পাশাপাশি অন্যের ভুল দেখেও শিখতে হবে। যে ব্যক্তি মনে মনে কিছু করার ইচ্ছে পোষণ করেন, তাঁর কাছে এই দুনিয়ায় কিছুই অসম্ভব নয়।