রাস্তাঘাটে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে গেলে খুব মুশকিল। কিন্মতু অনেকেই এইসময় পাবলিক চার্জিং সেন্টারে গিয়ে মোবাইলে চার্জ দেন।
কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাস আপনার জীবনে হয়ে দাঁড়াতে পারে। যেই না চার্জ করানোর জন্য ডেটা কেবিল লাগালেন, সব ডেটা চলে যেতে পারে প্রতারকদের হাতে।
সেই ডেটা নিয়ে আপনার নামে কোনও ফ্রড হতে পারে। অথবা আপনার ব্যাঙ্কের সব টাকা চলে যেতে পারে প্রতারকদের হাতে। অনুপ্রবেশ করতে পারে আপনার ব্যাক্তিগত জীবনে।
তাই সমস্যা এড়াতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে যেখানেই চার্জ দিন না কেন ব্যাক্তিগত চার্জারের কোনও বিকল্প নেই। অথবা ব্যবহার করুন ব্যক্তিগত পাওয়ার ব্যাঙ্ক।
একান্তই যদি নিজের চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকে তা হলে ডেটা কেবিল 'কানেক্ট' করার পরে 'ডেটা ট্রান্সফার' অপশনটি বাছবেন না। 'অনলি চার্জ' অপশনে ক্লিক করুন।
চার্জে বসানোর আগে ফোনের সেটিংসে গিয়ে আগে থেকেই বন্ধ করে রাখুন 'অটো সিঙ্ক্রোনাইজড' অপশন।
ফোনে কোনও অবাঞ্ছিত ভাইরাস ঢুকলেও যাতে তা ফোনের কোনও ক্ষতি না করতে পারে তাই অবশ্যই রাখুন অ্যান্টি ভাইরাস।
আলাদা করে ইনস্টল করে রাখতে পারেন ইউএসবি ডেটা ব্লকার অ্যাপ্লিকেশনও।