পুজোর আগে বাড়ি-ঘর হোক সাফ, সহজ উপায়ে করুন দুর্গন্ধমুক্ত
Credit - Pinterest
TV9 Bangla
ক্যালেন্ডার বলছে আজ ১৯ জুলাই। সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে এ বছর দুর্গাপুজো। আবহাওয়ার যা হাবভাব, তাতে পুজোর সময় বৃষ্টির সম্ভবনা রয়েছে। টানা বৃষ্টিতে বাড়ির দুর্গন্ধ এড়াতে কী করবেন।
এখন বৃষ্টির ইনিংস চলছে। ফলে বাড়িঘর স্যাঁতস্যাঁতে থাকছে। পাশাপাশি ভ্যাপসা গন্ধ বেরোয়। পুজোর সময় অনেকে ঘরবাড়ি পরিষ্কার করায় মন দেয়।
পুজো আসতে দেরি থাকলেও আপনারা কোমর বেঁধে এই কাজ করতে নেমে পড়তে পারেন। পুজোর সময় বাড়িঘর দুর্গন্ধ মুক্ত কীভাবে রাখবেন জেনে নিন।
একটানা বৃষ্টি পড়লে ঘরের মেঝে ও দেওয়ালে ড্যাম্প ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মেঝে শুকনো করে মুছতে হবে।
মেঝে মোছার জলে জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। এ ছাড়া বর্ষায় জানলা ও দরজা খুলে রাখতে হবে। কারণ হাওয়া চলাচল করলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব কেটে যাবে।
একনাগাড়ে বৃষ্টি হলে আর্দ্রতার পরিমাণ বাড়ে। সেইসময় আলমারিতে রাখা জামাকাপড়ে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। অনেকে তাই ন্যাপথলিন দিয়ে রাখেন। তাতেও অবশ্য বোঁটকা গন্ধ ছাড়তে থাকে।
এমনটা হলে একখানা সুতির কাপড়ে শুকনো লঙ্কা ও নিম পাতা বেঁধে আলমারিতে রাখতে হবে। নতুন ও পুরনো জামায় তাহলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকবে না।
বর্ষার পাশাপাশি শরৎকালেও ঘরে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই নিম পাতা বা নিম তেল জলের সঙ্গে মিশিয়ে গোটা বাড়িতে স্প্রে করতে হবে। দুর্গন্ধ দূর করতে রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। সন্ধেতে রোজ ধুনোও জ্বালাতে পারেন।