12h July, 2025

ওষুধ নয়, হেঁশেলে রাখা এই ৭ জিনিসেই কমবে বমি, দূর হবে যে কোনও ব্যথা

TV9 Bangla 

Credit - Getty Images, Pinterest

আজকাল যে কোনও শারীরিক সমস্যা হলেই সকলে ওষুধ খান। তবে এখনও অনেক ব্যক্তি এমন রয়েছেন, যারা আয়ুর্বেদে বিশ্বাস করেন। বিভিন্ন ব্যথা কমাতে পারে আপনার হেঁশেলে থাকা ৭ জিনিস। সেগুলি কী কী।

যদি কোনও ব্যক্তি ২টি লবঙ্গ জলে ফুটিয়ে ধীরে ধীরে পান করেন, তা পেট ব্যথা ও বমি বমি ভাব কমাতে পারে। লবঙ্গে অ্যান্টিমেটিক ও কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে।

কারও পেট ব্যথা হলে লবণ দিয়ে আজওয়াইন (জোয়ান) খেলে উপকার মেলে। জোয়ানে থাইমল নামক উপাদান থাকে। যা গ্যাস কমাতে সাহায্য করে।

আয়ুর্বেদ অনুসারে মাথা ঘুরলে মৌরি ও চিনি বা মিছরি খেতে পারেন। মৌরি শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। অন্যদিকে চিনি বা মিছরি শরীরে গ্লুকোজের মাত্রা বাড়াতে উপকারী।

নিউমোনিয়া বা বুকের ব্যথাতে কার্যকরী হিং। গরম জলে হিং মিশিয়ে পান করলে বুক ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। হিং-এ প্রদাহ বিরোধী উপাদান রয়েছে। যা বুকে আটকে থাকা শ্লেষ্মা দূর করতে সাহায্য করে।

দাঁতের ব্যথায় লং তেলের পাশাপাশি আদা কার্যকরী। আদার রস বের করে তা তুলো দিয়ে ব্যথা হওয়া দাঁতে লাগাতে হবে। তা হলে দাঁতের ব্যথা ও ফোলাভাব কমে যাবে।

কোনও ক্ষতস্থানে হলুদ লাগালে উপশম হয়। সর্ষের তেলের সঙ্গে হলুদ মিশিয়ে ক্ষতস্থানে লাগালে ব্যাক্টেরিয়া দূর হয় ও ক্ষতস্থান তাড়াতাড়ি সেরে যায়।

হঠাৎ করে কানে ব্যথা হলে রসুনের তেল লাগাতে পারেন। আয়ুর্বেদে এই পদ্ধতিটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে রসুন তেল লাগালে কানের ব্যথা ক্ষণিক কমে যায়।