17th July, 2025

ঘন কালো ভ্রু চান? মাত্র ৩টে জিনিস এভাবে মিশিয়ে লাগালেই কামাল

Credit -  Pinterest , Getty Images 

TV9 Bangla

যাদের চোখ হয় টানা টানা, তারা অন্যদের ভালো আকর্ষিত করতে পারে। মোটা ভ্রু-পল্লব ও যে কারও মুখশ্রীর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয়।

কারও কারও ভ্রু-পল্লব খুব পাতলা হয়। এছাড়া বারবার থ্রেডিং বা আইব্রো প্লাক করার ফলে ভ্রু-পল্লব আরও পাতলা হয়ে যায়। অনেকে তাতে কষ্ট পান। এবার একটি সহজ উপায় বাছতে পারেন।

অনেকে মেকআপ করার সময় আইব্রো পেনসিল বা কাজল দিয়ে ভ্রূ-পল্লব মোটা করে নেন। তবে সবসময় সেটা করা সম্ভব হয় না। তাই সকলেই স্থায়ী ও ঘন ভ্রূ-পল্লব চান।

মাত্র ৩টি জিনিস মিশিয়ে যদি ভ্রু-পল্লবে লাগান তা হলে তা মোটা হয়ে যাবে। সেই তিন জিনিস হল - নারকেল তেল, অ্যালোভেরা জেল ও ক্যাস্টর অয়েল।

যাদের ভ্রু পাতলা এবং ঠিকঠাক বড় হয় না, তারা সেখানে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। তাতে ক্যাস্টর অয়েল মিলিয়ে একটি মিশ্রণ বানিয়ে ভ্রু-তে লাগাতে পারেন। তাতে মোটা ও ঘন ভ্রু হবে।

ক্যাস্টর অয়েল ছাড়া নারকেল তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে ভ্রু-পল্লবে লাগাতে পারেন। ক্যাস্টর অয়েলের মতো ভ্রু-পল্লবকে বড় করতে সাহায্য করবে এই মিশ্রণ।

অ্যালোভেরা জেলের বিরাট গুণ। তা ত্বক আর্দ্র রাখার পাশাপাশি চুল বাড়াতেও সাহায্য করে। এটি চুলের ফলিকলের স্বাস্থ্য ভালো করে। একইকাজ ভ্রু-পল্লবের ক্ষেত্রেও করে।

কীভাবে ব্যবহার করবেন? রাতে ঘুমোনোর আগে অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল বা নারকেল তেল মিশিয়ে ভ্রু-পল্লবে লাগাতে পারেন। সকালে উঠে মুখ ধুতে হবে। ত্বকে অ্যালার্জি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।