08 March, 2024
গরমে কাজল ঘেঁটে যাচ্ছে? রইল উপায়
credit: Pinterest
TV9 Bangla
কাজল কালো চোখের কদর মহিলা মহলে সবসময়ই তুঙ্গে। দু'চোখে টানাটানা কাজল পরতে পছন্দ করেন অনেকেই।
কারও আবার কাজল ছাড়া সাজই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু শুধু কাজল পরলেই হয় না, জানতে হয় পরার সঠিক নিয়ম।
নইলে কাজল ঘেঁটে যায়। চোখের তলার অংশে লেগে যায়। যাকে বলা হয় স্মাজ হয়ে যাওয়া। আর গরমে এই সমস্যা আরও বাড়ে।
এই কারণে কাজল পরতেই অনেকে ভয় পান। জেনে নিন কীভাবে কাজল পরলে কোনও মতে ই ঘাঁটবে না কাজল।
কাজল সবসময় আইলাইনে নয়, তার নীচ থেকে পরুন। তাতে ঘাঁটার সম্ভাবনা কমবে। আর আইলাইনে পরলে চোখের জলের কারণে তা ঘেঁটে যাওযার ঝুঁকি থাকে।
কাজল পরার পর চোখের নীচের অংশে একটু পাউডার পাফ করে নিন। তাহলে আর কাজল ঘাঁটবে না।
এ ছাড়া কাজল লাগানোর পর কালো আইশ্যাডো দিয়ে একটু স্মাজ করে নিন, তাহলে আর কাজল ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না।
এ ছাড়া কাজল লাগানোর আগে চোখের পাতায় একটু প্রাইমার লাগিয়ে নিন। তাহলে আর ঘাঁটবে না কাজল। আর অনেকক্ষণ স্থায়ীও হবে চোখে।
আরও পড়ুন