দাঁতের সমস্যা থাকলে অনেকেই খাসির মাংস খেতে পারেন না। কারণ অনেক সময় খাসির মাংস রান্নার পরেও শক্ত থেকে যায়। মুরগির মাংস যত সহজে সেদ্ধ হয়, খাসির মাংস তত সহজে সেদ্ধ হয় না।
পাকা রাঁধুনিরা কিন্তু বলছেন, কয়েকটি সহজ টোটকা জানলেই মুরগির মতোই একেবারে তুলতুলে নরম হয়ে যেতে পারে খাসির মাংসও।
ভাত রাঁধার সময় চাল টিপলেই যেমন বোঝা যায়, কতটা সেদ্ধ হল ভাত, তেমনই কেনার সময়েই দেখে কিনতে হবে খাসি। সদ্য জবাই করা টাটকা মাংস সাধারণত বেশি নরম হয়।
তা ছাড়া মাংসে চর্বি কতটা তা দেখেও বোঝা যায় কত তাড়াতাড়ি মাংস সেদ্ধ হবে। খাসির রাণ, ঘাড়, কাঁধ ও পাঁজরের মাংসে চর্বির মিশ্রণ ভাল থাকে। তাই এই সব অংশের মাংস দ্রুত নরম হয়
রান্না করার আগে কিছু ক্ষেত্রে হাড়-বিহীন অংশ থেতলে নেন অনেকে। এতে নরম হয় মাংস। রান্নার আগে কাঁটা চামচ দিয়ে মাংস ফুটো করে নিতে পারেন।
মাংস টুকরো করার সময় মাংসের পেশিগুলি আড়াআড়ি ভাবে কাটলে সহজ হয় সেদ্ধ হয় মাংসের টুকরো। তাহলে আর কোনও সমস্যা হবে না।
রান্নার আগে মাংসে লবণ মাখিয়ে রাখতে পারেন। কী মাখাচ্ছেন তার উপর নির্ভর করে কত ক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। লবণ ছাড়াও একাধিক উপাদান দিয়ে মাংস মাখিয়ে রেখে দেওয়া যায়।
কাবাব বা বিরিয়ানি রান্না করতে চাইলে মাংস টক দই, পেঁপে বাটা কিংবা ভিনিগার ও লেবুর রসের মিশ্রণ দিয়ে মাখিয়ে সারা রাত রেখে দিতে হবে।