গরমে সানস্ক্রিন কিন্তু মাস্ট। নইলে ত্বকের অবস্থা খারাপ হতে বাধ্য। তবে শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না। জানতে হবে সঠিক নিয়ম।
কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন জরুরি, তা আমরা অনেকেই জানি না। সানস্ক্রিন কেনার আগেও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।
কোন ধরনের সানস্ক্রিন আপনার ত্বকের জন্য উপযুক্ত, রইল সেই হদিস। জেনে নিন ঝটপট আর সেই মতো সানস্ক্রিন ব্যবহার করুন।
আপনার ত্বক কি শুষ্ক প্রকৃতির? এমন ত্বকের ক্ষেত্রে ‘ময়শ্চারাইজিং’ সানস্ক্রিন ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাবেন।
ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে এমনিতেই বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে ‘সোয়েট ফ্রি’ কিংবা ‘ম্যাটিফাইং’ সানস্ক্রিন ব্যবহার করুন।
সানস্ক্রিন ক্রিমের পরিবর্তে সানস্ক্রিন জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন। সূর্যের তাপ থেকে ত্বক রক্ষাও পাবে, আর ঘামও হবে না।
গরম পড়তেই বেড়েছে ঘামের সমস্যা। অনেকেরই গায়ে তীব্র ঘামের গন্ধ হয়। এই সমস্যা অনেকসময় অস্বস্তিতে ফেলে দেয়।
যাঁদের ত্বক সংবেদনশীল যে কোনও প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। ব্রণ বা ফুসকুড়ির সমস্যা থাকলে, গরম বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সমস্যাও বেড়ে যায়।
এ ক্ষেত্রে কোনও রাসায়নিক মিশ্রিত, সুগন্ধি যুক্ত সানস্ক্রিন এড়িয়ে চলুন। তাতে ত্বক ভাল থাকবে। আর ট্যানও পড়বে না।