13  March, 2024

মুঠো-মুঠো চুল ওঠার কারণ চিরুনি নয় তো?

TV9 Bangla

credit: Pinterest

চুল পড়ার সমস্যা নতুন নয়। যতদিন যাচ্ছে বাড়ছে চুল পড়ার সমস্য। এর থেকে মুক্তি পেতে শুধু রূপচর্চা করলেই চলবে না।

এর জন্য নজর ঘোরতে হবে অন্যদিকে। জানেন কি নোংরা চিরুনিও চুল পড়ার অন্যতম কারণ? জেনে নিন তার জন্য কীভাবে পরিষ্কার করতে হবে চিরুনি।

চিরুনি পরিষ্কার করার সর্বপ্রথম উপায় হয়, এর মধ্যে লেগে থাকা চুল বের করে নেওয়া। চিরুনির মধ্যে আটকে থাকা চুলগুলি কাঠির সাহায্যে বার করতে পারেন।

চিরুনি সপ্তাহে দু'বার পরিষ্কার করা উচিত। চিরুনি পরিষ্কার করতে মাইল্ড শ্যাম্পু, স্পঞ্জ এবং গরম জল প্রয়োজন। একটি বাটি নিন, তাতে শ্যাম্পু এবং গরম জল ঢেলে ভাল করে মিশিয়ে নিন।

এরপরে, স্পঞ্জের সাহায্যে চিরুনিটি ভালভাবে পরিষ্কার করুন। এরপরে চিরুনিটি জলে কিছুক্ষণ রেখে দিন। পাঁচ মিনিট পরে ব্রাশের সাহায্যে চিরুনি পরিষ্কার করুন।

 এতে চিরুনিতে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। স্বাস্থ্যকর এবং ঘন চুলের জন্য, শুধুমাত্র চিরুনি ধোওয়া নয়, এটি ব্যাকটেরিয়া মুক্ত রাখাও খুব গুরুত্বপূর্ণ।

ব্যাকটিরিয়া মুক্ত রাখতে চিরুনি জীবাণুমুক্ত করা খুব জরুরি। চিরুনিটি জীবাণুমুক্ত করার জন্য, আধা কাপ গরম জলে ভিনেগার দিন।

 এবং এতে চিরুনিটি ২০ মিনিটের জন্য রেখে দিন। ভিনেগারের ফলে চিরুনি থেকে ব্যাকটিরিয়া এবং ময়লা দূর হবে।