Fridge Clean (1)

ফ্রিজ পরিষ্কার করতে আর নেই ঝক্কি, রইল উপায়

02 September 2023

Fridge (1)

দৈনন্দিন জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস হল ফ্রিজ। এই যন্ত্র ছাড়া এক বিন্দু চলে না মানুষের

Fridge (8)

শাকসবজি, খাবার-দাবার সব একেবারে কিনে বা রান্না করে ফ্রিজে মজুত করে রাখতে পারলেই আর কোনও চিন্তা নেই

Fridge (4)

ফলে খুব স্বাভাবিকভাবেই ফ্রিজে ময়লা ও দুর্গন্ধ হয়। এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন জানা আছে? ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ে

ফ্রিজ পরিষ্কার করতে কাজে লাগান লেবু। একটা বাটিতে জল নিন। তাতে কয়েক টুকরো পাতি লেবুর টুকরো দিয়ে দিন। এবার এই জল দিয়ে ফ্রিজ মুছে নিলেই কাজ শেষ

আরও ব্যবহার করতে পারেন ভিনিগার। এই ভিনিগারেও দুর্দান্ত পরিষ্কার হয় ফ্রিজ। একটি পাত্রে পরিমাণমতো ভিনিগার নিতে হবে

এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। একটা পাত্রে জল নিন। তাতে কিছুটা পরিমাণ বেকিং সোডা যোগ করুন। এবার এই মিশ্রণ দিয়ে ফ্রিজ মুছে নিন

এবার পরিষ্কার শুকনো একটি কাপড় এতে চুবিয়ে নিয়ে তা দিয়ে ফ্রিজ ঘষে-ঘষে পরিষ্কার করে নিন। নতুনের মতো চকচক করবে।

এছাড়া তরল ডিটারজেন্ট ও ব্যবহার করতে পারেন। এই ধরনের তরল সাবান দিয়ে ভাল পরিষ্কার হয় ফ্রিজ

একটি কাপড়ে তরল ডিটারজেন্ট নিন। এবার তা দিয়ে ভাল করে ফ্রিজের ভিতর মুছে নিন। কাজ হবে