সোনার গয়নার উপর মেয়েদের আলাদাই টান। কিন্তু অনুষ্ঠান ছাড়া সেভাবে সোনার গয়না পরা হয়ে ওঠে না। সোনার গয়না রেখে দিলে জেল্লা হারাতে থাকে।
অনেকসময় কালো হয়ে যায় গয়না। জেনে নিন কীভাবে পরিষ্কার করলে নতুনের মতো চকচক করবে সোনার গয়না।
উষ্ণ জলে সামান্য বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মেশান, তাতে কয়েক ফোঁটা অ্যামোনিয়াও দিন। এরপর এই মিশ্রণে সোনার গয়না ভিজিয়ে নতুন ব্রাশ দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করুন।
তারপর একেবারে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। পেপার টাওয়েল বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন।
সোনা খুব নরম ধাতু। তাই ব্রাশ করা এবং মোছার সময় খুব আলতো করে প্রয়োগ করুন। জোরে চাপ দেবেন না। জলও যেন খুব গরম না থাকে। একেবারে হালকা গরম জল ব্যবহার করুন।
গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। পরিষ্কার সুতির পাতলা কাপড় কিংবা কোমল তোয়ালে দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভাল।
যে ব্রাশ ব্যবহার করবেন, সেটিও হতে হবে খুব কোমল। আর এক্ষেত্রে মাথায় রাখতে হবে আরও একটি বিষয়, নতুন ব্রাশ ব্যবহার করলে ভাল।
হলুদ জলে সোনার গয়না ডুবিয়ে রাখলেও ভাল পরিষ্কার হয়। একটি পাত্রে হলুদ নিন। তাতে জল দিন। এ বার ওই পাত্রে সোনার গয়না ডুবিয়ে রেখে দিন।