অনেকদিন পরিষ্কার করা হয়নি মাইক্রোওয়েভ? ১০ মিনিটেই নতুন করে তুলুন
TV9 Bangla
Credit- Pinterest
হেঁশেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হল মাইক্রোওয়েভ। দৈনন্দিন জীবনে এর অবদান সত্যিই অস্বীকার করা যায় না।
চটজলদি খাবার গরম করা থেকে শুরু করে রান্না সেরে ফেলা সবই হয় মাইক্রোওয়েভে। ইচ্ছেমতো কেক বেক করেও নিতে পারেন এর সাহায্যে।
আর রোজ ব্যবহারের ফলে ময়লাও হয় এই যন্ত্র। অযত্নের ফলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওযারও ঝুঁকি বাড়ে। অনেকের কাছেই মাইক্রোওয়েভ পরিষ্কার করা ঝক্কির কাজ।
তবে আসল উপায় জানলে অনেকটাই সহজ হয়ে যায় এই কাজ। হাতের কাছে থাকা কয়েকটি উপাদান দিয়েই ঝকঝকে করে তোলা যায় মাইক্রোওয়েভ।
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন পাতি লেবু। এর জন্য একটি পাত্রে জল নিয়ে মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিন।
এ বার ও জলে লেবুর রস মিশিয়ে চারিদিকে ছিটিয়ে নিন। এরপর ভাল করে ঘষে নিলেই দেখবেন সব ময়লা উঠে গিয়েছে।
এ ছাড়া ব্যবহার করতে পারেব বেকিং সোডাও। এতেও ভাল পরিষ্করা হয় মাইক্রোওয়েভ। জলের সঙ্গে মিশিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরেটা মুছে নিলেই কাজ হবে।
ভিনগার দিয়েও পরিষ্কার করা যায় মাইক্রোওয়েভ। তার জন্য জলের সঙ্গে সামান্য ভিনিগার গুলে নিন। এ বার সেই মিশ্রণ দিয়ে ঘষে নিন মাইক্রোওয়েভের ভিতর ও বাইরে অংশটা।