21 January 2024

রুপোর গয়নাকে নতুনের মতো চকচকে করুন

credit: Pinterest

TV9 Bangla

সোনার পাশাপাশি আজকাল বাজারে ভীষণভাবে ট্রেন্ডিং রুপো। অনেকেই আজকাল রুপোর গয়না পরতে পছন্দ করেন। তাই বেড়েছে রুপোর বিক্রি।

তবে এই গয়না কিছুদিন পর থেকেই জেল্লা হারাতে শুরু করে। কারণ ময়লা জমে যায়। তবে উপায় আছে। যেভাবে পরিষ্কার করলে চকচক করবে গয়না।

তার জন্য সঠিকভাবে পরিষ্কার করতে হবে গয়না। জানুন কীভাবে পরিষ্কার করলে নতুনের মতো চকচক করবে আপনার সাধের রুপোর গয়না।

রুপোর গয়না পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন জল ও বেকিং সোডা। এই দুই উপাদান মিশিয়ে তাতে রূপোর গয়না ডুবিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন।

 পুরনো রুপোকে সহজে চকচকে করতে, লবণ ও লেবুর রস ব্যবহার করতে পারেন। একটি গোটা লেবু কেটে বীজ বের করে লবণের মধ্যে ফেলে রাখুন। কিছুক্ষণ পর, তা দিয়ে রুপোর গয়না পরিষ্কার করে নিন।

হেয়ার কন্ডিশনার দিয়ে রুপোর গয়না ধুলেও কাজ হবে। এর জন্য একটি ব্রাশের মধ্যে হেয়ার কন্ডিশনার নিয়ে তা দিয়ে গয়না ঘষে নিন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগার। এক কাপ জলে ভিনিগার ফুটিয়ে নিন। তাতে রুপোর গয়না কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ঘষে পরিষ্কার করে নিন।

রুপোর গয়না চকচকে করতে কাজে লাগে টুথপেস্ট। একটি ব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে রুপোর জিনিস ঘষে নিন। দেখবেন চকচক করবে।