credit: Pinterest

TV9 Bangla

27 February 2024

দাঁত সাদা ঝকঝকে করতে যা কিছু করবেন

credit: Pinterest

TV9 Bangla

দাঁত যে শুধু খাওয়ার জন্যই ব্যবহার করা হয় এমনটা নয়। দাঁতের উপর নির্ভর করে মুখের সৌন্দর্য। অনেকেরই দাঁতে হলুদ দাগের সমস্যা হয়।

বহু চিকিৎসা করেও সুরাহা মিলছে না? মেনে চলুন কিছু ঘরোয়া উপায় যা এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে।

শুধু তাই-ই নয় দাঁতের হলুদ দাগ তো পালাবেই সেই সঙ্গে দাঁত হবে মুক্তোর মতো সাদা। জেনে নিন সেই উপায়গুলি।

বেকিং সোডা দাঁতের পৃষ্ঠ থেকে দাগ দূর করতে সাহায্য করে। এক টেবিল চামচ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড নিন।

 দু'টো ভালো করে মেশান। নিয়মিত দাঁত ব্রাশ করতে এই পেস্টটি ব্যবহার করুন। এতে দাঁত হবে সাদা ঝকঝকে।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে সর্ষের তেলও। এতে দাঁতের ব্যথাও দূর হয়। তেল টানতে হলে মুখে তেল নিয়ে ঘুরতে হয়। এর জন্য হাতের তালুতে অল্প পরিমাণে তেল নিয়ে দাঁতে ঘষুন কাজ হবে।

একটি কলা, বা কমলালেবুর খোসা নিয়ে দাঁতে আলতো করে ঘষুন। প্রায় ২ মিনিটের জন্য ঘষতে থাকুন, তারপর আপনার মুখ ভাল করে ধুয়ে ফেলুন।

 এরপর ব্রাশ করুন। এই ফলের খোসায় থাকে সাইট্রিক অ্যাসিড,যা দাঁত সাদা করতে সাহায্য করে। কয়েকবার ব্যবহার করলেই ফল পাবেন।