ক্লিনার ছাড়াই টয়লেট প্যান ঝকঝক করবে

17 September 2023

বাথরুম পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের উচিত। কারণ বাথরুমে থাকে হাজার-হাজার জীবাণু  ছড়ায় যা থেকে শরীরের ক্ষতি হয়

তাই বাথরুম রাখতে হবে ঝককঝকে। বিশেষ করে টয়লেট প্যান পরিষ্কার করা ভীষণভাবে প্রয়োজন। কারণ যত জীবাণু থাকে ওখানেই

তবে জানেন কি, টয়লেট ক্লিনার ছাড়াও প্য়ান পরিষ্কার করা যায়? কীভাবে তাই ভাবছেন তো? তার জন্য জেনে নিতে হবে কিছু সহজ টিপস

টয়লেট প্যান পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। প্যানের মধ্য়ে বেশি করে বেকিং সোডা ফেলে দিন। এবাক ভাল করে ব্রাশ দিয়ে ঘষে নিলেই হবে

এছাড়া ব্যবহার করতে পারেন সাদা ভিনিগারও। প্যানের মধ্যে সাদা ভিনিগার ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন

জানেন কি রসুন দিয়েও পরিষ্কার করা যায় টয়লেট প্যান? তার জন্য টয়লেট প্যানের মধ্যে গোটা রসুন ফেলে দিন। তারপর ফ্লাশ করে নিলেই পরিষ্কার হবে কোমড

স্যানিটাইজার দিয়েও পরিষ্কার করা যায় টয়লেট প্যান। কারণ এতে অ্যালকোহল রয়েছে। তাই স্যানিটাইজার ব্যবহার করেও টয়লেট প্যান পরিষ্কার করতে পারেন

সোডা জাতীয় ড্রিঙ্কও টয়লেট পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন। এর জন্য প্যানের মধ্যে এই পানীয় ছিটিয়ে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিলেই হবে