ফোনের ব্যাক কভার হলুদ হয়ে গিয়েছে? নিমেষে চকচকে হবে যেভাবে
credit: Pinterest
TV9 Bangla
মোবাইলকে সুরক্ষিত রাখে তার কভার। দীর্ঘদিন ব্যবহারের ফলে ময়লা হয়ে যায় কভার। লক্ষ্য করে দেখবেন হলুদ রঙ ধারণ করে কভার।
তখন নতুন আর একটি কেনা ছাড়া উপায় থাকে না। পয়সা খরচ করে কেন নতুন কিনবেন যখন হাতের কাছেই রয়েছে উপায়।
এমন বেশকিছু ঘরোয়া উপায় রয়েছে যা মানলে ফোনের কভার হবে চকচকে নতুনের মতো। জেনে নিন তার জন্য কী করতে হবে।
মোবাইল কভারের হলুদ দাগ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। ব্রাশের মধ্যে টুথপেস্ট নিয়ে তা দিয়ে কভার ঘষে নিন।
ত্বকের যত্নে আদিযুগ থেকে ব্যবহার হয়ে আসছে দুধের সর। তবে শুধু দুধের সর ব্যবহার করলেই হবে না। জানতে হবে সঠিক ব্যবহার।
এ ছাড়া সাহায্য নিতে পারেন বেকিং সোডার। এই সোডা দিয়ে মোবাইলের কভার ঘষে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে।
পাশাপাশি ব্যবহার করতে পারেন রাবিং অ্যালকোহল। এই অ্যালকোহল কভারে স্প্রে করে নিন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
রাবিং অ্যালকোহল যেকোনও ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে, কিন্তু এর ব্যবহারে কিছু ফোনের কভারের রঙ ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই খুব ভেবেচিন্তে এটি ব্যবহার করবেন।
কভার পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন গরম জল ও ডিশ সোপ। হালকা গরম জলে ডিশ সোপ দিন। এ বার এই মিশ্রণ দিয়ে কভারটি মুছে নিন।