দেওয়ালের দাগ তুলুন এভাবে

26 September 2023

ঘরের দেওয়ালের দাগ একটি সাধারণ সমস্যা। অনেকের বাড়িতেই দেওয়ালে দাগ দেখা যায়। যা মোটেই ভাল দেখায় না। এই দাগ থেকে কীভাবে মুক্তি পাবেন জানা আছে?

উপায় আছে। যা মানলে দূর হবে দেওয়ালের দাগ। এবং একেবারে পরিষ্কার হয়ে যাবে দেওয়াল। তার জন্য কী করতে হবে তা জেনে নিতে হবে ঝটপট...

এক্ষেত্রে আপনাকে সাহায্য় করতে পারে সাদা ভিনিগার। একটি স্পঞ্জের মধ্যে সামান্য সাদা ভিনিগার নিন। এবার এটি দিয়ে দাগযুক্ত জায়গা মুছে ফেলুন

এছাড়া ব্যবহার করতে পারেন কর্নস্টার্চও। জলে কয়েক চামচ কর্নস্টার্চ দিয়ে ভালভাবে মেশান। দাগ লাগা দেওয়ালে পেস্টটি ছড়িয়ে দিন এবং কয়েক মিনিটের জন্য পেস্টটি সেখানে লাগিয়ে রেখে দিন

 এরপর হালকা ভেজা কাপড় ব্যবহার করে পেস্টটি তুলুন। আরও ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। তেলের দাগ তুলতে বেকিং সোডার বিকল্প নেই। জলের মধ্যে বেকিং সোডা দিয়ে প্রথমে একটি পেস্ট তৈরি করে নিন

এবার এতে স্পঞ্জ বা পরিষ্কার কাপড় ডুবিয়ে তা দিয়ে দেওয়াল মুছে নিন। প্রয়োজনে আরও একবার ভাল করে মুছুন। দেখবেন সব দাগ উঠে যাবে একদম

এছাড়া ব্যবহার করতে পারেন চুলের শ্যাম্পুও। এই শ্যাম্পু ব্যবহার করলে দেওয়ালের দাগ একেবারে উঠে যায়। কোনও সমস্যাই থাকবে না। ব্যবহার করে দেখুন

এজন্য একটা পাত্রে জল নিন। তাতে শ্যাম্পু মিশিয়ে নিন। এবার এতে একটা স্পঞ্জ বা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন। এই কাপড় দিয়ে দেওয়াল মুছে নিন। কাজ হবে