বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখার সমস্যা নতুন নয়। কিন্তু এখন আর বলিরেখা বয়স মানে না। বয়স তিরিশের কোঠায় পৌঁছতে না পৌঁছতেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই।
খুব স্বাভাবিক ভাবেই চেহারায় বার্ধক্যের ছাপ পড়ছে। অনেক অ্যান্টিএজিং ক্রিম ব্যবহার করেও কাজ হচ্ছে না। তবে জানেন কি এই সমস্যার কিছু প্রতিকার রয়েছে।
আপনাকেই সবার আগে এই বিষয়ে সতর্ক হতে হবে। বেশ কিছু অভ্যাস এড়িয়ে চললেই এই অকাল বলিরেখার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কী সেগুলি…
ত্বকে ভিটামিনের অভাব হলেও এই ধরনের সমস্যা দেখা দেয়। যদি অকাল বলিরেখা থেকে বাঁচতে চান তবে ডায়েটে বেশি পরিমাণে ভিটামিন যোগ করুন।
মেকআপ তোলার সময় কিছু ভুলের জন্যও ত্বকে অকাল বলিরেখা দেখা দিতে পারে। অনেকেই মেকআপ তোলার সময় ত্বক ঘষেন। এটি একেবারেই উচিত নয়। কারণ ত্বকে চাপ প্রয়োগ করলে তা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে।
অনেকে মহিলাই আইলাইনার পরার সময় চোখ, ভুরু কুঁচকোন। জাননে কি এতে চোখে দু’পাশে বলিরেখার সমস্যা দেখা দিতে পারে? তাই যতটা সম্ভব আইলাইনার পরার সময় চোখ, ভুরু কুঁচকোবেন না।
অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলেও এই সমস্যা হতে পারে। কারণ এতে রক্ত সঞ্চালন ব্যহত হয় এবং ত্বক কুঁচকে যায়।
এ ছাড়া অনিদ্রার কারণেও বলিরেখার সমস্যা দেখা দেয়। করণ রাত জেগে থাকলে ত্বকে কোলাজেন উৎপাদনের মাত্রা কমে। আর ত্বকে কোলাজেনর পরিমাণ যত কমে ততই বৃদ্ধি পায় বলিরেখার সমস্যা।