চা কফি খেতে গিয়ে জিভ পুড়েছে? রইল টিপস

24 September 2023

চা কিংবা কফিতে চুমুক দিতে গিয়ে অসাবধানে জিভ পুড়ে যাওয়ার ঘটনা খুব স্বাভাবিক। চা-কফির আমেজ তো চলে গেলই, সেইসঙ্গে উপরি পাওনা দিনভরের অস্বস্তি

জিভ পুড়ে গেলে কোনও খাবারের স্বাদ পাওয়া যায় না। সারাদিন অদ্ভুদ অস্বস্তির মধ্য়ে পড়তে হয়। তবে উপায় আছে, যা মানলে দূর হবে এই সমস্যা

হালকা গরম নুন জলে কুলকুচি করুন। এক গ্লাস হালকা গরম জলে একটি চিমটে নুন দিন। ভালো করে কুলকুচি করে মুখের জলটা ফেলে দিন

 নুন অ্যান্টি-সেপটিক হিসেবে কাজ করে। বেশি পুড়ে গেলে ব্যথা হয়, ফুলে যায় অনেক সময়। নুন জল ক্ষত সারাতে সাহায্য করে

বিভিন্ন ধরনের পোড়া ও ক্ষত সারাতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। তাই আপনার জিহ্বায় খাঁটি অ্যালোভেরা জেল লাগান, দেখবেন ব্যথা কমে যাবে। অ্যালোভেরা জেল ক্ষতিগ্রস্থ কোষগুলিকে ঠিক করে এবং ব্যথা কমায়

সামান্য ব্যথা উপশমে কাজ দেয় চিনি। তাই জিভের যে জায়গাটা পুড়ে গেছে সেখানে চিনি দিয়ে রাখুন। চিনি ধীরে ধীরে গলতে শুরু করলে ব্যথাও কমতে থাকবে। এটি আপনার মুখের স্বাদও বাড়িয়ে তুলবে

হলুদে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা ক্ষত সারাতে সাহায্য করে। আগেকার দিনে কেটে-ছড়ে গেলে বড়রা হলুদ বেটে লাগিয়ে দিতেন। জিভ বেশি পুড়ে গেলে হলুদ দেওয়া দুধ খান, জ্বালা কমাতে সাহায্য করে হলুদ

 এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ মেশান। হলুদ দেওয়া দুধ খেলে পোড়া ভালো হয়ে যাবে। হলুদের পেস্টও লাগাতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো হলুদের সঙ্গে একটু মধু ও ২ চামচ দুধ মিশিয়ে পেস্ট বানান। সেটি পোড়া জায়গায় লাগালে কাজ হবে