23 March, 2024
না খেয়ে মুখে মাখুন চকোলেট, ফল পাবেনই!
credit: Pinterest
TV9 Bangla
চকোলেটের নাম শুনলেই সকলের মুখে চওড়া হাসি। তবে শুধু খেলেইব হবে? জানেন কি ত্বকের জন্য ভীষণ উপকারী চকোলেট?
চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে সুরক্ষিত রাখে। এ ছাড়া বার্ধক্য রুখতে সাহায্য করে চকোলেট।
ত্বকের ক্লান্তি মেটাতেও এর জুড়ি নেই। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে চকোলেট।
এর জন্য বাড়িতেই করে নিতে পারবেন চকোলেট ফেসিয়াল। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিন।
স্ক্রাব করার জন্য কোকো পাউডার নিন। তাতে ব্রাউন সুগার ও কফি বিনস মিশিয়ে স্ক্রাব করে নিন। এরপর দুধের সঙ্গে কোকো পাউডার গুলে একটা প্যাক বানিয়ে নিন।
এরপর তা মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে মুখ ধুয়ে নিলেই দুর্দান্ত ফল পাবেন। চকচক করবে মুখ।
এ ছাড়া কোকো পাউডারের সঙ্গে টকদই মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতে জেল্লা ফিরবে ত্বকের।
যাঁদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে তাঁরা বিশেষ করে এই ফেসপ্যাক ব্যবহার করুন। উপকার পাবেন।
আরও পড়ুন