26 March, 2024

ভাঙা নথ জোড়া লাগাবেন যে ভাবে

credit: Pinterest

TV9 Bangla

লম্বা, সুন্দর নখের চাহিদা মহিলা মহলে তু্ঙ্গে। তবে অনেকের আবার একটু নখ বড় হলেই ভেঙে যায়।

এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন জানেন কি? এমন বেশকিছু উপায় রয়েছে যা মানলে সহজেই ভাঙা নখ জোড়া লাগবে।

এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে টি ব্যাগ। জেনে নিন এই উরাদান দিয়ে কীভাবে নখ জোড়া লাগাবেন।

মূলত টি ব্যাগে যে কাগজ ব্যবহার করা হয়, সেটা দিয়ে আপনি ভাঙা নখ জোড়া লাগাতে পারেন।

এ ক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে কাজ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক, বাড়িতে ভাঙা নখ কীভাবে জুড়বেন।

টি ব্যাগের পাতলা কাগজের মতো অংশটা কেটে নিন। একটু চওড়া করে কাটবেন। এবার নখের ভাঙা অংশের উপর নেল গ্লু লাগিয়ে দিন।

টি ব্যাগের পাতলা কাগজের অংশটা নখের উপর বসতে একটু সময় নেবে। এই সময় হাত খুব বেশি নাড়াচাড়া করবেন না।

কাগজ শুকিয়ে গেলে এর উপর ট্রান্সপারেন্ট নেল পলিশ নিয়ে বেস কোট লাগিয়ে নিন। তার ওপর পছন্দের নেলপলিশ লাগিয়ে নিলেই হবে।