ঘন লম্বা চুলের স্বপ্ন দেখেন কমবেশি সব মেয়েরাই। তবে সবসময় সেই স্বপ্ন তো আর পূর্ণ হয় না। জানেন কি এমন কিছু উপায় আছে যা মানলে দ্রুত চুল বাড়বে?
তার জন্য ভরসা করতে পারেন অ্যালোভেরার উপর। জেনে নিন চুলের যত্নে কীভাবে অ্যালোভেরা ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন ভালো ভাবে। আধ এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। নারকেল তেল চুলে পুষ্টির জোগান দেয়।
ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
অ্যালোভেরা এবং দই টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগাতে পারেন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
অ্যালোভেরা এবং মধু মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই মিশ্রণ চুলকে ময়েশ্চারাইজ করবে। স্ক্যাল্প ও চুল সুস্থ রাখবে।
অ্যালোভেরা এবং গ্রিন টি অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। গ্রিন টি ঠান্ডা করে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এই মিশ্রণটি চুল ও মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। গ্রিন টি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।