18 February 2024

ব্রণর দাগ থেকে মুক্তি পান নিমেষে

credit: Pinterest

TV9 Bangla

ব্রণের সমস্যায় অনেক নারী-পুরুষই ভোগেন। বিশেষ করে কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। অনেকের মুখেই অতিরিক্ত ব্রণ হওয়ার ফলে কালো দাগ পড়ে যায়।

আবার কখনও কখনও ব্রণ সেরে গেলেও মুখের ওই স্থানগুলো গর্ত হয়ে যায়। এতে মুখের সৌন্দর্য অনেকটাই কমে যায়।

 ব্রণের দাগ দূর করতে বিভিন্ন উপায়  অবলম্বন করেও ফলাফল পাননি? তবে নজরটা ঘোরান ঘরোয়া উপায়ে। জানুন কী করতে হবে তার জন্য।

প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে লেবুতে। লেবুর রসের সঙ্গে সামান্য পানি বা গোলাপজল মিশিয়ে এতে তুলো ভিজিয়ে ব্রণের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।

এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত লেবুর রস ব্যবহারে দ্রুত ব্রণর দাগ কমবে। কয়েকদিন ব্যবহার করলে নিজেই ফল পাবেন।

শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এর জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণর দাগযুক্ত অংশে ব্যবহার করুন।

 ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও মিটে যাবে।

অ্যালোভেরা জেল দিয়েও ব্রণের জেদি দাগ দূর করতে পারবেন। এ জন্য সকালে ও রাতে জেল মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। ধীরে ধীরে দাগ চলে যাবে।