12  March, 2024

মুখের সঙ্গে হাতের রঙ মিলছে না? হ্যান্ড ট্যান তুলুন নিমেষে

credit: Pinterest

TV9 Bangla

শুধু মুখেই যে ট্যান পড়ে এমনটা নয়। হাতেও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ট্যান পড়তে পারে। বিশেষ করে গরমকালে এই সমস্যা বাড়ে।

মুখের যত্ন নিলেও, হাত-পায়ের যত্নের ব্যাপারে বেশিরভাগ মানুষই বেশ উদাসীন। অযত্নের কারণে জেল্লা হারাতে শুরু করে শরীরের এই অঙ্গগুলি।

জেনে নিন বাড়িতে কীভাবে হাতের যত্ন নেবেন ও ট্যানের সমস্য়া থেকে সহজেই মুক্তি পাবেন। রইল কিছু উপায়।

পাতিলেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন ভাল ভাবে। হাতের কালচে দাগছোপর উপর লাগান। মিনিট ২০ পর জলে ধুয়ে ফেলুন। লেবু এবং মধু ত্বকের বর্ণ ফেরাতে সাহায্য করবে।

হাতে প্রতিদিন অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা ত্বকের নানা সমস্যা নিরাময় করে, পাশাপাশি ত্বকের কালচে ভাবও ধীরে ধীরে দূর করবে।

 এ ছাড়া এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আলুর টুকরো। হাতে আলুর টুকরো নিয়ে ঘষে নিন। দেখবেন মিটবে ট্যানের সমস্যা।

এক চিমটি হলুদের সঙ্গে টক দই মিশিয়ে হাতে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে  উজ্জ্বল করতে সাহায্য করে।

দিনের বেলা বাড়ির বাইরে বের হওয়ার আগে অবশ্যই হাতে সানস্ক্রিন লাগান। লম্বা হাতাযুক্ত পোশাক পরুন। পাশাপাশি প্রচুর জল পান করুন, যাতে ত্বককে ভাল ভাবে হাইড্রেটেড থাকে।