পেঁয়াজ রসুন খেয়ে মুখে দুর্গন্ধ? রইল উপায়

19 September 2023

বেশিরভাগ ভারতীয় রান্নাতেই পেঁয়াজ-রসুন ব্যবহৃত হয়। পেঁয়াজ, রসুন রান্নার স্বাদ বাড়িয়ে দেয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই

তবে এগুলি খেলে মুখে দুর্গন্ধ হয়। আরমুখের দুর্গন্ধ হওয়া সকলের ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে চিন্তা নেই

 কিছু সহজ ঘরোয়া উপায়  রয়েছে যা এই সমস্যাগুলি থেকে আপনাকে নিস্তার দিতে পারে। কী সেগুলি? আসুন ঝটপট জেনে নেওয়া যাক

মুখে দুর্গন্ধ হওয়ার মূল কারণ হল ব্যাকটেরিয়া। তাই খাবার পর অবশ্যই ভালোভাবে ব্রাশ করুন, দাঁতের গোড়া ভালো করে পরিষ্কার করে নিন। এতে দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন

মুখের দুর্গন্ধ দূর করতে মাউথওয়াশের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। একটি শক্তিশালী গন্ধযুক্ত মাউথওয়াশের ব্যবহার যেমন - পিপারমিন্ট যুক্ত মাউথওয়াশ, যা মূলত মুখে পিয়াজ-রসুনের তীব্র গন্ধ রোধ করতে সহায়তা করে

 বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ক্লোরিন ডাই অক্সাইড যুক্ত মাউথওয়াশ প্লাক, ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র খাবারের কণা অপসারণ করতে অত্যন্ত কার্যকর

লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড মুখ থেকে পিঁয়াজ-রসুনের তীব্র গন্ধ দূর করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা মুখে দুর্গন্ধ হওয়ার কারণ এই ব্যাকটেরিয়াকে মারতে পারে

এক কাপ জলে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ২-৩ বার ভাল করে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে