হোয়াইট হেডসের সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ে। জানুন কী করবেন।
১ চামচ মুলতানি মাটি, চার-পাঁচটি লবঙ্গগুঁড়া, গোলাপ জলে মিশিয়ে নাকের ওপর লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
টকদই, মধু ও ডিমের সাদা অংশ এক সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন। দেখবেন উপকার পাবেন।
১ টেবিল চামচ খাঁটি অ্যালোভেরা জেল ও ১ চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নাকে ৩-৪ মিনিট ধরে মালিশ করুন।এর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ।
দুধে ১ চিমটি খাবার সোডা মিশিয়ে এর মধ্যে তুলো ভিজিয়ে নাকের ওপর আলতো করে মুছে নিতে হবে। এতে নাকের ওপরে জমে থাকা ময়লা পরিষ্কার হবে।
১ চা চামচ মধু হালকা গরম করে হোয়াইট হেডসের স্থানে লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। হোয়াইট হেডস পুরোপুরি না ওঠা পর্যন্ত একদিন অন্তর এটি ব্যবহার করুন।
আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ জল বা মধু মিশিয়ে হোয়াইট হেডসের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
দিনে অন্তত ২ বার এই পদ্ধতি ব্যবহার করলেই কাজ হবে। তাতে হোয়াইট হেডসের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।