27 January 2024

খুশকির সমস্যা থেকে মুক্তি পান নিমেষে

credit: Pinterest

TV9 Bangla

শীতকালে বাড়ে খুশকির প্রকোপ। এ সময় শুষ্ক মাথার ত্বকের কারণে চুলকানিও হয় বেশি। শুষ্ক আবহাওয়া, ঠান্ডা বাতাস এবং ম্যালাসেজিয়া ছত্রাকের প্রকোপের কারণে শীতকালে অন্যান্য সময়ের চাইতে খুশকির উপদ্রব বেড়ে যায়।

 অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করলেও বারবার ফিরে আসে খুশকি। প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করার চেষ্টা করতে পারেন। এতে যেমন চুলের স্বাস্থ্য ভালো থাকবে, তেমনি কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দূর হবে খুশকি।

মুলতানি মাটি ব্যবহার করতে পারেন চুলের যত্নে। এটি খনিজ এবং পুষ্টির একটি সমৃদ্ধ উৎস যা যেকোনো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও খুশকি দূর করতে দুর্দান্ত। পাশাপাশি চুলের ফলিকলকেও শক্তিশালী করে মুলতানি মাটি।

মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট চুলের গোড়ায় ম্যাসাজ করুন কয়েক মিনিট। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

শ্যাম্পু করার ৩০ মিনিট আগে চুলের গোড়ায় অ্যালোভেরা জেল লাগান । এই জেল নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে কমে আসবে খুশকির প্রকোপ। সমপরিমাণ আপেল সিডার ভিনিগার ও জল এক সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগান।

শ্যাম্পু সঙ্গে লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন। লবণমিশ্রিত শ্যাম্পু  চুলের গোড়ায় লাগান। তারপর কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া সমপরিমাণ নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে পারেন।

 ভালো করে ম্যাসাজ করুন এবং ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন। রাতারাতি ফল পাবেন এই অভ্যাস মেনে চললে।

অ্যালোভেরা জেলের সঙ্গে লবণ মিশিয়ে ব্যবহার করুব চুলের গোড়ায়। খুশকির অত্যাচার থেকে মুক্তি পাবেন।নারকেল তেলের সঙ্গে ৮-১০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। শ্যাম্পু করার আগে ৩০ মিনিট অপেক্ষা করুন।