10 February 2024

গ্রিন টি দিয়েই দূর করুন ডার্ক সার্কেল

credit: Pinterest

TV9 Bangla

আজকাল অনেকেরই চোখের তলায় মোটা কালো দাগ দেখা যায়। একে ডার্ক সার্কেল বলা হয়। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে।

পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ একাধিক কারণে এই সমস্যা হতে পারে। ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি নানা প্রসাধনীর উপর ভরসা রাখেন।

তাতেও সুফল মেলে না অনেকসময়। আপনার সঙ্গেও কি ঠিক এমনটাই হচ্ছে? তবে নজরটা ঘোরান ঘরোয়া উপায়ে।

আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গ্রিন টি। অনেকেই আজকাল এই গ্রিন টি খান। বিশেষ করে ওজন ঝরাতে এই চায়ের উপর ভরসা রাখছেন মানুষজন।

তবে শুধু দ্রুত মেদ ঝরাতেই নয়, চোখের তলার ডার্ক সার্কেল তুলতেও সাহায্য করে গ্রিন টি। এক্ষেত্রে শুধু চা খেলে হবে না।

গ্রিন টি সেদ্ধ করে সেই পাতা চোখে লাগালে উপকার পাবেন। অথবা ব্যবহার করতে পারেন গ্রিন টি ব্যাগও। কীভাবে ব্যবহার করবেন জানা আছে?

গরম জল করুন। তাতে একটি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে দিন। তারপর এই টি ব্যাগটি ডার্ক সার্কেলযুক্ত স্থানে লাগান। উপকার পাবেন।

সপ্তাহে অন্তত দু' থেকে তিনদিন এই অভ্যাস মেনে চললে ফল পাবেন হাতেনাতে। এ ছাড়া গ্রিন টির সঙ্গে ঠান্ডা দুধ মিশিয়ে লাগালেও উপকার পাবেন।