18 March, 2024
মুখে কালো দাগ? উধাও হবে কয়েক সেকেন্ডে
TV9 Bangla
credit: Pinterest
অনেকসময় মুখে নানা ধরনের কালো ছোপ দেখা যায়, যা দেখতে মোটেই ভাল দেখায় না। অনেকেই এই সমস্যায় ভোগেন।
ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি। জেনে নিন তার জন্য কী করতে হবে।
ত্বকের কালো দাগছোপ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে আলুর রস। দাগযুক্ত স্থানে আলুর রস লাগিয়ে রাখুন। উপকার পাবেন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন লেবুর রসও। এতে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা দাগছোপের সমস্যা মেটাতে সাহায্য করে।
কালো দাগছোপ থেকে মুক্তি দিতে পারে টমেটো। এতে লাইকোপিন রয়েছে, যা দাগছোপ মেটাতে সাহায্য করে।
পাশাপাশি ব্যবহার করতে পারেন টকদইও। স্মানের আগে দাগযুক্ত স্থানে টকদই লাগিয়ে রাখুন। উপকার পাবেন।
বেসন ও হলুদ মাখলেও কাজ হবে। একটি পাত্রে বেসনের সঙ্গে হলুদ মিশিয়ে নিন। এ বার তা মুখে লাগিয়ে নিন। কাজ হবে।
একইভাবে দাগযুক্ত স্থানে ব্যবহার করতে পারেন চন্দনও। দাগযুক্ত স্থানে চন্দন বেটে লাগালে উপকার পাবেন।
আরও পড়ুন